চারিপাশে কত কিছুই ঘটে যেতে দেখেছি
বন্যকে যাযাবর আর পথিক্ কে পথ হারাতে দেখেছি,
পোশাককে চরিত্রের মাপকাঠি হতে দেখেছি,
পশ্চিমায়নকে চরিত্রহীনতার কারন হতে দেখেছি।
পোশাকের আড়ালে চরিত্রকে হারাতে দেখেছি,
শরীরের বাজারে মন হারাতে দেখেছি,
পোশাকের দ্বারা চরিত্রকে প্রভাবিত হতে দেখেছি,
সমাজে চরিত্রকে পোশাকের দ্বারা মাপতে দেখেছি।
শরীর ও মনের দোটানায়ে এ কেমন পৃথিবীতে এসেছি,
খোলা মনকে চরিত্রহীন আর খোলা শরীর কে বেশ্যা হতে দেখেছি।
চরিত্রহীনদের দলে আজ সে অসহায়,
সমালোচনার ভিড়ে শুধুই কাতরায়ে,
সমালোচনা করে ওরা,চরিত্র নিয়ে প্রসঙ্গ তোলে,
ভালো পোশাকের পেছনে তারা নিজেদের মুখ আড়াল করে,
নিজেদের কিছু বললে আবার মুখ গম্ভির করে।
সাহস পায়ে কোত্থেকে ওরা, তা জানিনা
হয়ত ওরা নিজেরাই নিজেদের চেনে না।
নিজেদের মহান প্রমান করতে আজ সবাই মত্ত,
পোশাকই যে প্রমান করে চরিত্রের আভিজাত্য।।
পোশাকই যে প্রমান করে চরিত্রের আভিজাত্য।।
আজ সমাজের কাছে মুখ খুলতে হয়ে যে তার ভয়ে,
যদি তাকে কেও মুখের ওপর চরিত্রহীন কয়ে,
কথা বলেনা সে আজ তাই, মুখে এঁটেছে কুলুপ,
চরিত্রহীনদের সমাজে আজ তাই চরিত্রহীনরা চুপ।